আসন্ন লোকসভা ভোটের আগে, দেশের প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ‘বিজেপি ফিনিশ’-এর পথ মসৃণ করছে৷ সকলেই চাইছেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদের সমাপ্তি ঘটাতে৷ কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাতে বিরোধী জোটের অন্যতম মুখ সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদবের ছেলে অখিলেশ যাদব। অথচ তাঁর বাবা মুলায়মই চাইছেন, ফের ক্ষমতায় আসুন নরেন্দ্র মোদী!
বিরোধী জোটের সকলকে কার্যত চমকে দিয়ে এহেন মন্তব্য করলেন মুলায়ম৷ নিজের পার্টিলাইন তথা বিজেপি সরকার বিরোধীদের গড়া মহাজোটের সম্পূর্ণ উল্টোপথে হেঁটে মুলায়মের মন্তব্য, “আপনি (নরেন্দ্র মোদী) ফের প্রধানমন্ত্রী হোন।” বুধবার লোকসভার চলতি অধিবেশনের শেষ দিয়ে বিরোধী সাংসদের অবাক করে এমনই কান্ড ঘটালেন তিনি৷
৭৯ বছরের মুলায়মের এই মন্তব্যে লোকসভায় স্বাভাবিকভাবেই হাসির রোল ওঠে। বিরোধীরা কেউই কার্যত তাঁর বক্তব্যকে গুরুত্ব দেননি৷ মুলায়মের পাশেই বসে থাকা সনিয়া ছিলেন সম্পূর্ণ ভাবলেশহীন৷
মুলায়মের এই মন্তব্যের সঙ্গে স্বাভাবিক ভাবেই একমত নন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। যদিও তিনি বলেন, “রাজনীতিতে মুলায়ম সিংহজির বড় ভূমিকা রয়েছে। এবং আমি তাঁর মতকে শ্রদ্ধা করি”৷ কিন্তু তিনিও যে এই মন্তব্যে বেশ অসন্তুষ্ট তাও তিনি স্পষ্ট করে দেন৷
এমন কাজ অবশ্য মুলায়মের নতুন নয়। ২০১৪-তে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জন্যও একই প্রার্থনা করেছিলেন তিনি। মুলায়মের সমর্থকেরাও অবশ্য বিষয়টিকে হাল্কা করার জন্য দাবি করেছেন, রসিকতার ছলেই এমন মন্তব্য করেছেন প্রবীণ নেতা। তবে তাতেও অনেকেরই বিস্ময়ের ঘোর কাটছে না৷ অনেকেই ক্ষুব্ধ তাঁর প্রতি৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলি জোট করে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে বদল আনার চেষ্টা করছেন, সেখানে এমন অর্থহীন মন্তব্য করার মানে কী? যদিও এ প্রসঙ্গে অখিলেশের কোনও মন্তব্য এখনও অবধি পাওয়া যায়নি৷