গ্রুপ পর্ব পার করে কোনরকমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যোগ্যতা অর্জন করে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর ড্রতে যখন তাদের প্রতিপক্ষ হিসেবে পিএসজি-র নাম উঠে আসে তখন সবাই একরকম ধরেই নিয়েছিল এখানেই হয়তো থেমে যেতে হবে রেড ডেভিসলদের। কিন্তু কোচ হোসে মরিনহোর বিদায়ের পর ভারপ্রাপ্ত কোচ ওলে গুনারের দায়িত্ব নেওয়ার পর যেন আপন চেহারায় ফিরেছে ম্যান ইউনাইটেড। হারেনি একটি ম্যাচও। কিন্তু এতদিন প্রতিপক্ষ হিসেবে সহজ দল পেলেও পিএসজির বিপক্ষে রেড ডেভিলদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি কিন্তু কোচ ওলে গুনারের জন্য কঠিন পরীক্ষার। কারণ পরের মাঠ হলেও ছেড়ে কথা বলবে না ফরাসি জায়ান্ট পিএসজি।
এর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া মুখোমুখি লড়াইয়ে কখনো দেখা হয়নি দু’দলের। যদিও সেবার জিতেছিল দ্য পারশিয়ানরা। তবে ওল্ড ট্রাফোর্ডে কোন ফরাসি দলের বিপক্ষে রেড ডেভিলসরা হারেনি কোন ম্যাচে। তাই ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা ফুটবল প্রেমীদের।
ইনজুরি কিছুটা রং কেড়ে নিয়েছে পিএসজির। কারণ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার নেইমার চোটের কবলে। কাভানির ও একই হাল। তাই তাদের দায়িত্বটা নেবেন এমবাপ্পে। ফিরছেন ডি মারিয়াও।
আরেক ম্যাচে পর্তুগীজ ক্লাব পোর্তো মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব রোমার। এর আগে রোমার বিপক্ষে শেষ চার দেখায় পোর্তো হারেনি একটিতেও। এবারো সে লক্ষ্যেই রোমার মাঠে নামবে পর্তুগীজ চ্যাম্পিয়নরা। অন্যদিকে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না রোমাও।