দিল্লী যাওয়ার আগে বিমানবন্দরে কেন্দ্রের মোদী সরকার এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার জোরে এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর বিষয়েও সরব হন মমতা। তিনি বলেন, ‘ইউনাইডেট ইন্ডিয়াকে ভয় পেয়েছেন মোদি। তাই এখন এসব করছেন। গণতন্ত্র বাঁচাতে এখন দেশে বিজেপি বিরোধী নতুন সরকার চাই।’
অখিলেশ যাদবকে কলেজের অনুষ্ঠানে যেতে বাধা দেওয়ার ঘটনায় যোগী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষুব্ধ মমতা বলেন, ‘যোগীর শাসনে যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কলেজের অনুষ্ঠানে যেতে বাধা পান তাহলে নিন্দা করা ছাড়া কোনও উপায় থাকে না। আমার সঙ্গে অখিলেশের কথা হয়েছে। এমন পরিস্থিতি গোটা দেশে মেনে নেওয়া যায় না।’ মমতা এদিনও মনে করিয়ে দেন, ‘দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে। ক্ষমতায় থাকার অধিকার এই সরকারের নেই। কিছুদিনের মধ্যেই আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা নতুন মুখ দেখতে চাই। আমরা নতুন সরকার দেখতে চাই। দেশ পরিবর্তন চাইছে কারণ তারা ইউনাইটেড ইন্ডিয়া দেখতে চায়। আমরা গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই এবং এই দেশকে বিপদ থেকে রক্ষা করতে চাই।’
আগামীকাল অর্থাৎ বুধবারের ধর্না কর্মসূচী নিয়ে মমতা বলেন, ‘আমার দিল্লীর সফরসূচি খুব স্পষ্ট। অরবিন্দ কেজরিওয়াল আমাদের আমন্ত্রণ জানিয়েছেন ওনাদের ধর্নার জন্য। তাই আমরা এই ধর্নায় উপস্থিত থাকব। এছাড়া জিটিএ দিল্লিতে গোর্খা ভবন তৈরি করতে চায়। সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকব। এবং অনেক রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ হবে।’
বাংলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ‘এখন আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে। এরপর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে, সিবিএসই, আইসিএসই চলবে, তাই পরীক্ষার জন্য আমার শুভ কামনা রইল। আমি চাই ছাত্র-ছাত্রীরা আগামীদিনে খুব ভালো করে পরীক্ষা দিক, সফল হোক।’
