ফের ‘ফেক নিউজে’ উত্তপ্ত হল সোশ্যাল মিডিয়া। সোমবার সকাল থেকে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা বড়মার একটি চিঠি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু দিনের শেষে ওই চিঠিটাকে রাজনৈতিক স্বার্থে ছড়ানো ভুয়ো খবর বলে জানা গেছে।
মতুয়া ঠাকুরবাড়ি থেকে ওই চিঠিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা। চিঠির বিষয় নাগরিকত্ব সংশোধনী বিলে তৃণমূলের সমর্থন। চিঠিতে দাবি করা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হলে মতুয়া সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি লাভবান হবেন। তাই রাজ্যসভায় এই বিল তৃণমূল যেন সমর্থন করে। নীচে মতুয়া সম্প্রদায়ের তরফে বড়মার স্বাক্ষর।
এই চিঠি ছড়িয়ে পড়ার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই তৃণমূলের জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার দলনেতা একটি টুইটে খবরটিকে মিথ্যা জানিয়েছেন। এই চিঠির পেছনে বিজেপিরই হাত দেখছেন তিনি। টুইটে ডেরেক লিখেছেন, ‘নির্লজ্জ বিজেপি বাংলায় মরিয়া হয়ে উঠেছে।’ ঠাকুর পরিবারের বড় বৌমা তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও এই চিঠিকে ভুয়ো খবর বলেই জানিয়েছেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ লোকসভায় পাস হলেও, রাজ্যসভায় আটকে রয়েছে। সংসদের উচ্চকক্ষে এই বিলের বিরোধিতা করছে তৃণমূল। এই সময় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এমন ভুয়ো খবর ছড়ানো হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।