মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তার মধ্যেই ত্রিপুরায় বিজেপি-র এক মন্ত্রীকে দেখা গেল একজন মহিলা মন্ত্রীর কোমর ধরে টানাটানি করতে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এরপরেই খাদ্য, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী মনোজকান্তি দেবের বরখাস্তের দাবি করেছে বিরোধীরা।
সম্প্রতি ত্রিপুরা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। একটি সরকারি শিলান্যাস অনুষ্ঠানে তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপিংয়ে দেখা যায় প্রধানমন্ত্রী যখন ফলক উন্মোচন করছেন, তখন মঞ্চের এক পাশে দাঁড়িয়ে পিছন থেকে সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মহিলা মন্ত্রী সান্ত্বনা চাকমার কোমরে হাত রেখেছেন মনোজ। কিন্তু তখনই তাঁর হাত সরিয়ে দেন সান্ত্বনা।
বিরোধীদের দাবি, মনোজ কান্তিকে এখনই মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। কারণ, উনি এক জন মহিলা সতীর্থর সঙ্গে প্রকাশ্যে যে রকম অভব্য আচরণ করেছেন তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এতে মন্ত্রীসভার একমাত্র মহিলার শ্লীলতাহানি হয়েছে। বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছে। মনোজ কান্তি দেবকে এর পরেও মন্ত্রিসভায় রেখে দিলে গোটা রাজ্যে ভুল বার্তা যাবে।
ঘটনার পর মন্ত্রী মনোজকান্তিকে প্রশ্ন করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন। ত্রিপুরা বিজেপির দাবি, স্রেফ অপপ্রচার চালিয়ে চরিত্রহননের চেষ্টা করছে বিজেপি।