বিধ্বংসী আগুন লাগল দিল্লীর জনপ্রিয় পর্যটনকেন্দ্র করোলবাগের বহুতল হোটেল অর্পিত প্যালেসে। আজ ভোর চারটে নাগাদ অগ্নিকান্ডটি ঘটে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ভোররাতে করোলবাগ এলাকার প্রসিদ্ধ হোটেল অর্পিত প্যালেস থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা৷ যত সময় গড়ায় ওই ধোঁয়া গাঢ় থেকে গাঢ়তর হয়৷ পাল্লা দিয়ে বাড়ে আগুনের লেলিহান শিখা৷ ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গেই হোটেলের মধ্যে থাকা মানুষজনকে বাইরে বের করে আনার চেষ্টা শুরু করেন স্থানীয়রা৷ কিন্তু ক্রমশই আগুন বাড়তে থাকায় সেই কাজ বাধাপ্রাপ্ত হয়৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা৷ তাঁরা ভিতরে আটকে পড়া বেশ কয়েক জনকে বাইরে বের করে আনেন৷ কিন্তু হোটেলের বেশির ভাগ অংশে আগুন ছড়িয়ে পড়ায় সেই কাজ বাধাপ্রাপ্ত হয়৷ ফলে আরও অনেকে ভিতরে আটকে যায় বলে সূত্রের খবর৷
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আতঙ্কের বশে কয়েকজন হোটেলের বিভিন্ন তল থেকে নীচে ঝাঁপ দেয়৷ গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷
দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷ অথবা গ্যাস লিক করেও আগুন লাগতে পারে৷ এখন কিছুটা আয়ত্তে এসেছে আগুন৷ তবে জোরকদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা৷ দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ওই হোটেলটির প্রায় ৪০টি রুম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে।