নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়ের হয়ে মামলা লড়তে পারেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এই প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশরঞ্জন বলেন, ‘মামলা লড়তেই পারি। এতে অসুবিধের কী আছে!’ এতে রাজনৈতিক মতাদর্শে আঘাত লাগবে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের রাজনীতি তো মানুষের অধিকারের জন্য।’
কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত্ বিশ্বাস খুনের ঘটনায় মুকুল রায়-সহ ৪ জনের বিরুদ্ধে হাঁসখালি থানায় এফআইআর দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে আগাম আর্জির আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ও বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। তার আগে বিকাশবাবুর এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, রাম-বাম এক হয়ে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন। মুকুলের হয়ে বিকাশের সওয়ালের খবরে সেটা স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
