গতবছর এনডিএ জোট থেকে তেলুগু দেশম পার্টি তথা টিডিএ বেড়িয়ে আসার পর আজই প্রথম অন্ধ্রপ্রদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট বড় বালাই। তাই এক বছর অন্ধ্রে না এলেও ঠিক ভোটের আগেই গুন্টুর, তিরুপ্পুর এবং রাইচুরে জনসভা করতে আসছেন মোদী। তবে এই সফর যে মোদীর জন্য মোটেও খুব সুখকর হবে না তার আভাস আগেই মিলেছে। কারণ রাজ্যে মোদী পা রাখার আগে এবং মোদীর সফর চলাকালীনও টিডিপি, কংগ্রেস ও বাম দলগুলি বিরাট বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি গোটা রাজ্যজুড়েই এখন ‘মোদীকে চাই না’, ‘পুনরায় মোদী নয়’ লেখা পোস্টার পড়ে গিয়েছে।
রাজ্য বিজেপির দাবি, মোদীর সফরকে সফল করতে বিভিন্ন জায়গায় জনসভা করা হয়েছে। যাঁরা মোদী বিরোধী পোস্টার লাগিয়েছেন তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে পুলিশকে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা মোদী বিরোধী বলে পরিচিত চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, টিডিপি কর্মীরা গান্ধীজির মতো প্রতিবাদ করবেন। তিনি বলেন, ‘এই দিনটি কালো দিন। মোদী রাজ্য ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ দেশের কাছে অত্যন্ত লজ্জার। আমরা হলুদ-কালো বেলুন ও শার্ট পরে খুবই শান্তিপূর্ণভাবে গান্ধীজির পথ অনুসরণ করে বিক্ষোভ দেখাব।’
পাশাপাশি, মোদী তাঁর প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন চন্দ্রবাবু। তাঁর দাবি, ‘রাজ্যকে বিশেষ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। পরপর তিনটি বাজেটে আমার রাজ্যের জন্য কিছুই নেই।’ অন্যদিকে, রাজ্য কংগ্রেসের পক্ষ থেকেও মোদীকে কালো পতাকা দেখানো হবে বলে জানা গেছে। ক্ষুব্ধ রাজ্যবাসীও। সকলেরই এক অভিযোগ, তেলঙ্গানার নতুন রাজধানী অমরাবতী শহরের শিলান্যাসের সময় এসে প্রধানমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও পূরণ করেননি তিনি।