একটা সময় ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে অনেকে মজা করে বলতেন– দেশের মাটিতে বাঘ, বিদেশে গেলেই বেড়াল। সেই ধারণা অনেকটাই বদলে দিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ‘টিম ইন্ডিয়া’। গত তিন মাসে ভারতীয় দল বিদেশের মাটিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে ‘মেন ইন ব্লুজ’। অস্ট্রেলিয়ায় প্রথমবার ওয়ান ডে সিরিজ জিতেও নজির গড়েছে ভারত। তারপর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজে সবচেয়ে বড় ব্যবধানে ( ৪-১) জয়। আর এবার টি-২০ সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি রহিতদের সামনে। সেই লক্ষ্য নিয়েই রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের অন্তিম তথা শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতীয় দল।
প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে দারুণ কামব্যাক করেছে ভারত। সেই সঙ্গে রহিত শর্মাদের মনোবল অনেকটাই বেড়েছে। আর তাই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-২০ সিরিজ জেতার সবুর্ণ সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। গত দু’টি ম্যাচে একই দল নামিয়েছিলেন কোচ রবি শাস্ত্রী।
ওয়ান ডে সিরিজে বিশ্রী হারের ক্ষতে প্রলেপ দিতে টি-২০ সিরিজ জিততে মরিয়া কিউয়িরা। এই ফরম্যাটে কেন উইলিয়ামসনরা যথেষ্ট শক্তিশালী দল। তার প্রমাণ প্রথম ম্যাচে পাওয়া গিয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটিং খুবই শক্তিশালী।
ইডেন পার্কের থেকে এই মাঠ আয়তনে কিছুটা বড়। তাই বাউন্ডারি হাঁকাতে যথেষ্ট পরিশ্রম করতে হবে দুই দলের ব্যাটসম্যানদের। ফ্ল্যাট পিচ। বোলাররা তাই খুব বেশি সুবিধা করতে পারবেন না। হাইস্কোরিং ম্যাচ হতে পারে। টস জিতে প্রথম ব্যাট করতে নামছে নিউজিল্যান্ড।