আইলিগের ইতিহাসে এই ঘটনা প্রথমবার ঘটলো। তুষারপাতে মাঠ ঢেকে যাওয়ার ফলে আপাতত বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল–রিয়েল কাশ্মীরের মধ্যে অনুষ্ঠিত আইলিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। আপাতত ১০ তারিখ ওই ম্যাচটি হচ্ছে না। শুক্রবার টুইট করে কোয়েস ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ম্যাচ বাতিলের কথাটি জানানো হয়েছে।
বরফে ঢেকে গিয়েছে উপত্যকা। তাই পরিস্থিতি স্বাভাবিক না হলে কাশ্মীর থেকে সরতে পারে আই লিগের ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ। বৃহস্পতিবার থেকেই এমন আশঙ্কা করা হচ্ছিল। অনেকেই বলছিলেন, ম্যাচটি সরিয়ে নেওয়া হতে পারে ভুবনেশ্বরে। কিন্তু আপাতত জায়গা বদল হয়নি। ম্যাচটি বাতিল করারই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। এর আগে গত বুধবার ঘরের মাঠে গোকুলামের মুখোমুখি হয়েছিল রিয়েল কাশ্মীর। সেই ম্যাচেও দেখা গিয়েছিল তুষারপাত। কিন্তু বৃহস্পতিবার তা আরও বাড়ে। কার্যত বরফের চাদরে ঢেকে গিয়েছে মাঠ। ঘাস বলতে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। এদিকে, বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থাও। তাই আপাতত ম্যাচটি বাতিল করা হল। বৃহস্পতিবারই যুবভারতীতে পিছিয়ে থেকেও নেরোকার বিরুদ্ধে জিতে ফুটছে লাল–হলুদ ব্রিগেড। এর মধ্যে এরকম তুষারপাতের মধ্যে খেলতে না হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির। তুষারপাতের ফলে বিপর্যস্ত এই ম্যাচটি কবে হবে সে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি ফেডারেশন।