দুজনেই ক্রিকেট দুনিয়ার নক্ষত্র, দুজনেই ভারতের প্রাক্তন অধিনায়ক। ধোনি বাইকপ্রেমী একথা সবাই জানেন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় এখন মজেছেন বাইক প্রেমে। দাদার সম্ভারে বিভিন্ন ধরণের গাড়ি আছে তাতে বিএমডব্লিউ-মার্সিডিজ কী না নেই ৷ কিন্তু এবার মহারাজ কিনে ফেলেছেন সাড়ে তিন লাখের বাইক।
৩,৪৯ লক্ষ টাকার বিএমডব্লিউ জি ৩১০ জিএস মোটর সাইকেলটি কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ টিভিএস মোটরস-এর সঙ্গে বিএমডব্লিউ যৌথ উদ্যোগে ভারতে এই মডেলটি তৈরি করেছে। ভারতের প্রথম সেলিব্রিটি হিসেবে এই মডেলের বাইকটি কিনেছিলেন যুবরাজ সিং৷