সাফল্যের সঙ্গেই আজ শেষ হল পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দশ লক্ষ কর্ম সংস্থান এবং ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের সুখবর শুনিয়েছে এবারের সম্মেলন। শুধু তাই নয় এবারের সম্মেলনে জোর দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রের ওপরেও। আজ সম্মেলনের দ্বিতীয় এবং শেষদিনে রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে।
বাংলার ক্ষমতায় এসেই শিক্ষাকে ‘পাখির চোখ’ করেছিলেন মমতা। তাঁর হাত ধরেই প্রভূত উন্নয়ন হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার। বিভিন্ন প্রকল্পের যেমন উদ্বোধন করেছেন তার সঙ্গে মমতা তাঁর হাতে লেখা কার্ড শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার মত প্রকল্পও নিয়েছেন। শিক্ষার প্রতি নজর দেওয়ার এই ধারা বজায় থাকল বাণিজ্য সম্মেলনেও।
কলকাতা বিশ্ববিদ্যালয় সাউথ এশিয়ান স্টাডিসের জন্য সাউথ এশিয়া ইন্সটিটিউট, স্কুল অফ ওরিয়েন্টাল এবং আফ্রিকান স্টাডিস, লন্ডন বিশ্ববিদ্যালয়, ইউকে, বিজনেস ম্যানেজমেন্টের জন্য লীডস বিজনেস স্কুল, লীডস বেকেট ইউনিভার্সিটি, ইউকে, নগরোন্নয়নের জন্য ইউনিভার্সিটি অফ স্ত্র্যাথক্লাইড, ইউকে, ম্যাথেমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের জন্য মেরীল্যান্ড বিশ্ববিদ্যালয়, কলেজ পার্ক, ইউএসএ, কোয়ান্টাম কম্পিউটিংএর জন্য স্টেট ইউনিভার্সিটি নিউ ইওর্ক, বাফেলো (সানি বাফেলো), ইউএসএ, ম্যাথেমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের জন্য কনকর্ডিয়া ইউনিভার্সিটি, কানাডা, ইকোনমিক্স এবং বিজনেস ম্যানেজমেন্টের জন্য ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়, জাপান, সাউথ ইস্ট এশিয়ান স্টাডিসের জন্য এশিয়ান স্টাডিস সেন্টার, চুলালংকর্ন ইউনিভার্সিটি, থাইল্যান্ড এবং সমাজ বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য এশিয়া সেন্টার অফ মালয়েশিয়া অ্যান্ড থাইল্যান্ডের সঙ্গে মৌ চুক্তি করে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় সাইলেসিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গ্লিওয়াইস, আপার সাইলেসিয়া, পোল্যান্ডের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিঙের জন্য প্রেসিডেন্সী ইউনিভার্সিটি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ইউএসএর এক ট্রাস্টির সঙ্গে মৌ স্বাক্ষর করে যিনি ইন্ডিয়ানা সেন্টারের প্রতিনিধি হয়ে এসেছিলেন, নেতাজী ইন্সটিটিউট ফর এশিয়ান স্টাডিস ওয়ারস ইউনিভার্সিটি, পোল্যান্ডের সঙ্গে মৌ স্বাক্ষর করে। সব মিলিয়ে এবারের বাণিজ্য সম্মেলন বাংলার উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করল।