অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে দাপটের সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের পর কিউইদের ডেরায় টি-টোয়েন্টি সিরিজে এসে মুখ থুবড়ে পড়েছিল ভারত।ওয়েলিংটনে শেষ ম্যাচে লজ্জার হার হেরে ছিল ব্লু-ব্রিগেড৷ দ্বিতীয় ম্যাচে সেই প্রতিশোধটাই নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ভারতের দুর্দান্ত জয়ে বড় ভূমিকা রেখেছেন বল হাতে ক্রুনাল পাণ্ডিয়া এবং ব্যাট হাতে ক্যাপ্টেন রোহিত শর্মা ও তরুণ ঋষভ পন্থ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলল নিউজিল্যান্ড। ০-১ পিছিয়ে থেকে সিরিজে কামব্যাক করতে রোহিতদের দরকার ১৫৯রান। নিউজিল্যান্ডের হয়ে এদিন গ্রান্ডহোমে এবং টেলর ছাড়া আর কোন ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। গ্রান্ড হোমে করেন ৩৬ বলে ফিফটি। আর টেলর দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন।
জবাবে নিউজিল্যান্ডের মাটিতে সমতায় ফিরতে রোহিতদের কোন বেগ পেতে হয়নি। ৭ উইকেট এবং ৭ বল হাতে রেখে ম্যাচ সমতায় ফিরে ভারত। এদিন ২৮ বলে দুর্দান্ত এক ফিফটি তুলে নেন রোহিত শর্মা। অবদান রাখেন পন্থও। খেলেছেন ২৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস। অপর প্রান্তে থাকা ধোনি যেন নতুন রুপে ফের আর্ভিবাব।আজ ১৭ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন।