ব্রাজিলের ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর যুব দলের অনুশীলন কেন্দ্রের কাছে ডরমিটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৫টার পরে এই ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম দিয়ে বিবিসি জানিয়েছে, নিহত ১০ জনই ক্লাবটির খেলোয়াড় ছিল। রাজধানী রিও ডি জেনিরোতে ক্লাবটির অনুশীলন মাঠ নিনহো ডি উরুবুতে ওই অগ্নিকাণ্ড ঘটার সময় অধিকাংশ খেলোয়াড়রা ঘুমিয়ে ছিল। ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটলো সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। নিহত খেলোয়াড়দের নাম পরিচয় জানা যায়নি। তবে যে ডরমেটরি পুড়ে গিয়েছে সেটা ১৪ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়রা ব্যবহার করত। এই ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
ফ্লামেঙ্গো ব্রাজিলের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিকভাবে পরিচিত একটি ফুটবল ক্লাব। এই ক্লাবের খেলোয়াড় ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ান রোনালদিনহো, বেবেতো এবং রোমারিও সহ অনেক তারকা খেলোয়াড়। ফুটবল টিম ছাড়াও ফ্লামেঙ্গোর বাস্কেটবল, রোয়িং, সুইমিং ও ভলিবল টিম আছে।