বসন্তপঞ্চমী মানেই সকালবেলা কাকভোরে ঘুম থেকে উঠে হলুদবাটা মেখে স্নান সেরে বাড়ির পুজোর অঞ্জলী দেবার পর সারাদিন দেদার আড্ডা, খিচুরী এবং ঘুড়ি ওড়ানো। তবে এখন কেবল এসবে আটকে নেই, সরস্বতী পুজোও এখন থিমের আওতায় পরে। কলকাতায় দুর্গাপুজো থিম নির্ভর করে হয় ঠিকই তবে এখন সরস্বতী পূজো সেদিক থেকে পিছিয়ে নেই। সন্ধেবেলা তাই ঠাকুর দেখার হুজুকও বেড়েছে অনেক।
উত্তর কলকাতার আমহারস্ট স্ট্রিট বিদ্যাসাগর সোসাইটির মন্ডপ হচ্ছে কুঁড়েঘরের আদলে। দেশবন্ধু পার্ক সংলগ্ন রাধাকান্ত জিউ স্ট্রিটের অগ্রনী সংঘের সরস্বতী পুজোয় চন্দননগরের আলোকসজ্জা। কালীঘাটের আমরা ক’জন ক্লাবের পুজোয় পটুয়াপাড়া থেকে আসছে ১৪ ফুটের প্রতিমা। এই পুজোয় বড় প্যান্ডেল আর চন্দননগরের আলোকসজ্জা অন্যতম আকর্ষণ।
পূর্ব কলকাতার কাঁকুড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশন ব্যান্ড পার্টি, ঘোড়া নিয়ে শোভাযাত্রা করে মন্ডপে ১৫ ফুট ঠাকুর নিয়ে যায়। প্রায় বুধবার সন্ধে থেকেই শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর তোড়জোড়। দমদম স্পোর্টিং ক্লাবের এবারের থিম ‘গ্রন্থাগারের ক্রম বিবর্তন’। মন্ডপ সজ্জার দায়িত্বে থাকা দীপক ঘোষ বলেন, মন্ডপের সামনে থাকবে পুরোনো গ্রন্থাগারের আদল, ভিতরে থাকবে আধুনিক লাইব্রেরী এবং ডিজিটাল লাইব্রেরী, সেখানেই থাকবে প্রতিমা।
সুতরাং এ কথা বলাই যায় বাড়ির পুজোর সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে থিম পুজো থাকছে নানা চমক। তাই এবার সরস্বতীপুজোয়ও প্যান্ডেলমুখী জনতা।