অধিক সন্ন্যাসীতে নাহয় গাজন নষ্ট। কিন্তু এখনও পর্যন্ত একজন সন্ন্যাসীও দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পেলেন না৷ এমন ‘অনাচার’ দেখে ভীষণই মুষড়ে পড়েছেন যোগগুরু রামদেব৷ অসন্তুষ্ট রামদেবের প্রশ্ন, কেন এমন হবে? তাঁর দাবি, আগামী বছর কোনও সন্ন্যাসীকে যেন ভারতরত্ন সম্মান দেওয়া হয়৷ যোগগুরুর প্রস্তাবের তালিকার শীর্ষে রয়েছে স্বামী বিবেকানন্দের নাম৷
‘পতঞ্জলি’র কর্ণধার বলেন, ‘ভাবতে আবাক লাগে প্রজাতন্ত্রের সাত দশক অতিক্রান্ত৷ কিন্তু আজও কোনও সন্ন্যাসী ভারতরত্ন পেলেন না!’ তাঁর মতে দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দের এই সম্মান পাওয়া উচিত৷ আর এই কারণেই কেন্দ্রের কাছে তিনি দাবি জানালেন, আগামী বছর যেন কোনও সন্ন্যাসীকে দেশের এই সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়৷
প্রসঙ্গত, সন্ন্যাসীদের ভারতরত্ন দেওয়া নিয়ে এর আগে মুখ খুলেছিলেন কর্ণাটকের কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াও৷ তিনি সিদ্দাগঙ্গা মঠের স্বামী শিবকুমারকে ভারত
রত্ন সম্মান প্রদানের দাবি জানিয়েছিলেন৷ সম্প্রতি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন স্বামী শিবকুমার৷