মোদীর নাম লেখা দশ লাখি স্যুট নিয়ে কম বিতর্ক হয়নি। এবার আরটিআই-এর প্রকাশিত একটি তথ্যে নতুন করে বিতর্ক তৈরি হল। ওই রিপোর্টে প্রকাশিত, গত ১৭৩৫ দিনে মোট ১৩৪৮৯ টি পোশাক পরিধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গোটা ঘটনায় নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। স্যুট-বুটের সরকার বলে বিরোধীদের অভিযোগ যে কতটা সত্য তা এই তথ্যে নতুন করে প্রমাণিত হল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই তথ্য সামনে আসার পর সমালোচকরা মোদীকে কটাক্ষ করে বলছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নাকি পরিধান মন্ত্রী সেটাই গুলিয়ে যাচ্ছে।
দেখা যাচ্ছে, ১৭৩৫ দিনে মোট ১৩৪৮৯ টি পোশাক পরিধান করেছেন প্রধানমন্ত্রী মোদী। অর্থাৎ দিনে ৩ টিরও বেশি পোশাক পালটেছেন প্রধানমন্ত্রী। গরিবের দেশে এমন মুহুর্মুহু পোশাক পাল্টানোকে লজ্জাজনক আখ্যা দিচ্ছে বিরোধীরা। মোদী যে আমিত্বে ডুবে রয়েছেন তা নিয়েও ছিছিক্কার করছেন অনেকে।
প্রসঙ্গত, দিনে দুবার পোশাক পাল্টে কংগ্রেস জামানায় সমালোচনার মুখে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ খোয়াতে হয়েছিল শিবরাজ পাটিলকে। সেখানে নরেন্দ্র মোদী দিনে তিন বারের বেশি পোশাক বদলানোয় তীব্র সমালোচনা শুরু হয়েছে। দেশের সংবিধানে কেন্দ্রীয় মন্ত্রীদের আচরণবিধি প্রসঙ্গে স্পষ্ট বলা রয়েছে, কোনও মন্ত্রী পাঁচ হাজার টাকার বেশি দামের উপহার নিতে পারবেন না। নিলে সরকারি তোষাখানায় তার মূল্যায়ন করতে হবে। এবং পাঁচ হাজার টাকার অতিরিক্ত মূল্য সংশ্লিষ্ট মন্ত্রীকে জমা দিতে হবে সরকারি কোষাগারে। সেই জায়গায় এত পোশাকের টাকা কোথা থেকে আসছে এবং কীভাবে প্রধানমন্ত্রী তা ব্যবহার করছেন সেই প্রশ্নও তুলছেন বিরোধীরা।
