১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনমুক্ত ভারতের জন্ম ইতিহাসের ঠিক যতটা মহিমান্বিত অধ্যায়, ১৯৫০ সালের ২৬ জানুয়ারিও তেমনই একটি। ওই দিনই স্বাধীন দেশে প্রথম সংবিধান চালুর মাধ্যমে গণতন্ত্রের ভিত স্থাপিত হয়েছিল। আজ সেই ঐতিহাসিক মুহূর্তের ৭০ তম বার্ষিকী উদযাপন। প্রতিবারের মতো এবারও দেশজুড়ে পতাকা উত্তোলন, রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দেশের ৭০তম সাধারণতন্ত্র দিবস। তবে অনেক দিক থেকেই অভিনব এবারের এই সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ।
রাজধানী দিল্লীতে ৭০ তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয় বিজয় চক থেকে। সেখান থেকে কুচকাওয়াজ রাজপথ, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ, নেতাজি সুভাষ মার্গ ধরে, ৮ কিলোমিটার পথ পরিক্রমা শেষ লালকেল্লার কাছে। সেখানে মূল মঞ্চে থাকেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া গেটের কাছে শহিদদের স্মৃতিসৌধ অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করে তিনি অনুষ্ঠানের সূচনা করেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এ বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। রয়েছেন দেশবিদেশের কয়েকজন অতিথি, সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু।
উল্লেখ্য, এই প্রথম রাজপথে প্রদর্শীত হচ্ছে আর্টিলারি গান এম-সেভেনসেভেনসেভেন আর কে-নাইন বজ্র। আকাশে উড়ল বায়ো ফুয়েল চালিত এএন-থ্রিটু। অন্যদিকে এই প্রথম আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা অংশ নিলেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে। তবে আজকের অনুষ্ঠানের বড় চমক অবশ্যই নারীশক্তির জয়গান। আসাম রাইফেলসের মহিলা বাহিনী অংশ নিয়েছে কুচকাওয়াজে। বাইক নিয়েও কসরত দেখান মহিলারা।
নয়াদিল্লিতে রাজপথে বর্ণময় কুচকাওয়াজের মধ্যে দিয়ে নিজেদের শৌর্য প্রদর্শন করে তিন বাহিনী। পাশাপাশি, লালকেল্লার কাছে দেশের বিভিন্ন রাজ্যের অন্তত ২২টি ট্যাবলো প্রদর্শিত হয়। প্রতিবারের মত এবারও সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলার ট্যাবলোতে এবার একদিকে যেমন ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, তেমনই ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় একতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরতে সক্ষম হয়েছে বাংলার এই ট্যাবলো।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং যে কোনও রকম নাশকতা রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। রয়েছে কমান্ডো, স্নাইপারবাহিনী, অ্যান্টি-এয়ারক্রাফট গান, শার্পশুটারদের দল। ২০০টি সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে এদিন সকাল থেকেই রাজপথে ভিড় করেছেন আমজনতা।