দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন প্রণব মুখোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় রাষ্ট্রপতিভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতরত্ন দেওয়া হচ্ছে দেশের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।
এছাড়াও সমাজকর্মী রাজনিতিবিদ নানাজি দেশমুখ এবং প্রখ্যাত সজ্ঞীতজ্ঞ ভূপেন হাজারিকাকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে।
এই ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে তিনজনের ভূমিকার কথাই উল্লেখ করেছেন। প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে তিনি লিখেছেন, ‘প্রণবদা, আমাদের সময়কার একজন অসাধারণ রাষ্ট্রনেতা। তিনি দশকের পর দশক অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের সেবা করে গিয়েছেন। দেশের উন্নয়নে ওনার বড় ভুমিকা রয়েছে। তাঁর বুদ্ধি ও জ্ঞানের কোনও বিকল্প নেই।’
২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর আগে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বভার সামলেছেন ৮৩ বছরের এই প্রবীণ কংগ্রেস রাজনীতিক। ‘ভারতরত্ন’ পাওয়ার খবরের পর দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে একটি টুইটও করেছেন তিনি।
এর আগে বাঙালি হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন সত্যজিৎ রায়, বিধানচন্দ্র রায়, অমর্ত্য সেন ও রবিশঙ্কর।
