না! অসমের সবাই অহমিয়া না। ওর পরে যে যে রাজ্য আছে, সেখানে সব্বাই ছোট চোখের না। চাইনিজদের মতো ও সব্বাই দেখতে লাগে না। সব্বার রাজধানী শিলং নয়। যেমন দক্ষিণ ভারতের সব্বাই মাদ্রাজি নয় আর তাদের সব্বার গায়ের রঙ কালো নয়৷
ভারতের সব এংলো ইন্ডিয়ানের কপালে কিন্তু সকালে ইংলিশ ব্রেকফাস্ট জোটে না। সব পারসী মানেই এডুলজী-টাটার মতো ধনী নয়। চায়না টাউনের অনেক বাসিন্দাই কিন্তু বাংলায় কথা বলতে পারে আর তারা সবাই মোটেও সাপ ব্যাঙ ফ্রাই খায় না৷
মুসলিম বাড়িতে রোজ রাতে গরুর মাংস রান্না হয় না। তারা সবাই লম্বা দাড়ি রাখে না। অনেকেই লুঙ্গি পড়ে না। সবার পাঁচটা করে বাচ্চা হয়না৷
দিল্লি মানেই কথায় কথায় রাস্তাঘাটে রেপ হয়না৷ মুম্বাই মানেই সবাই কোটি টাকার চাকরি করেনা। বিহারী মানেই আকাশ বাতাস জুরে সবাই গুটখার পিক ফেলে না, ফুচকা বেচে না, টানা রিক্সা চালায় না৷ ভারতের বেশীর ভাগ আমলা বিহারের।
সব কাশ্মীরি কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলে না। সবাই জোব্বা পড়ে না৷ সব্বার কাঠের বাড়ি নেই৷ সব্বার ঘরে পেস্তা বাদাম রোজ রাখা থাকেনা। অনেকেই রোজ স্নান করে৷
ভারতবর্ষ। ১২,৬৯,৩৪৬ বর্গ মাইলের এক ভূখন্ড। এখানে এখনো সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে ১৯৪৭ সালে ব্রিটিশেরা দেশ ছেড়ে পালায়, মহাম্মদ জিন্না নিজের কিছু মুসুলমান ভাইবোনকে নিয়ে পাকিস্তান চলে যায় আর ভারতের বাকি সবাই সাদা পাঞ্জাবি আর গান্ধী টুপি পরে দেশ স্বাধীন হওয়ার আনন্দে উদ্বাহু নেত্ত করতে শুরু করে। অবশ্যই হিন্দিতে।
এরা র্যাডক্লিফ লাইন, ১৯৭১ এর ইতিহাস, দেশভাগের ক্ষত, পূর্ব পাকিস্তানের অস্তিত্ব, নোয়াখালীর দাঙ্গা, AFSPA, কাশ্মীরের প্লেবিসাইটের দাবী জানে না। জানতে ও চায়না। জন্মসূত্রে এরা স্বাধীন বা সিনেমাসূত্রে জেপি দত্ত, সানি দেওল আর মনোজ কুমারের ফ্যান। ওটাই ওদের ভারতবর্ষ।
এখানে যেকোন ভারতীয়কে জিজ্ঞেস করুন, ভগৎ সিং সম্বন্ধে। বলবে গোঁফ, হ্যাট তরুন শহীদ হয়েছিল, পাঞ্জাবের কোথাও একটা ফাঁসিকাঠে গেছিল৷ জিজ্ঞেস করুন হুসেইনিওয়ালা গ্রাম কি কারনে ওর সাথে জুরে আছে? স্তব্ধতা শুনবেন।
এখানে যেকোন ভারতীয়কে জিজ্ঞেস করুন, আইএনএ কি এবং কোন যুদ্ধ লড়েছিল তারা? দিল্লি হলে শুনবেন, আইএনএ (মার্কেট) তে ভালো মোমো পাওয়া যায়। বাকি জায়গায় এনআইএ এর সাথে গুলিয়ে ফেলবে৷ এই রাষ্ট্রের কথাই বলছি৷
Nation State বড় কঠিন শব্দ। গভীর শব্দ। মায়ামমতাহীন দৃঢ় শব্দ। এই যে এত্ত বড় একটা দেশ দিব্বি চলছে, এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে- এটা কি কেবল আপনি একদিন ভোট দিচ্ছেন বলে? বা ট্যাক্স ঠিক সময় দেন বলে? বা সরকার কে সমর্থন করে ভারত মাতা কি জয় বলেন বা পাকিস্তানকে ঘেন্না করেন বলে?
ভারতবর্ষ নামক যে রাষ্ট্র অক্ষত আছে, সেটা কেবল মেরুদন্ড সোজা করে জাতীয় গান গাওয়ার জন্য না। এটা অক্ষত ক্ষেতে কিষাণ, কলে মজুর কাজ করছে বলে। ডাক্তার ডাক্তারি করছে বলে, সাংবাদিক লিখছে বলে। নেতা ভাষণ ঝাড়ছে বলে ও। এই প্রকান্ড যন্ত্র সচল রাখতে কিছু স্বার্থহীন পেশাদার দিনরাত কাজ করে যায়। তার বিনিময় বেতন পায়। এদের নামে জয়ধ্বনি হয় না কারণ আন্তঃরাষ্ট্রীয় খাতায় কলমে এদের কোন উল্লেখ থাকেনা। মৃত্যু হলে পরমবীর চক্র পায় না রাষ্ট্রপতির কাছ থেকে।
এই যে বিশাল রাষ্ট্র তার অঙ্গ প্রত্যঙ্গ জুরে যে একটা ডোকলাম আছে, একটা কালাহান্ডি আছে, একটা তুতিকোরিন আছে, একটা তেভাগার প্রতিরোধ আছে সেটা এই রাষ্ট্রই বহন করে চলবে৷ এরা ছিনে জোঁকের মতো এই রাষ্ট্র কাঠামোর গায়েই সেঁটে থাকবে।
১২,৬৯,৩৪৬ বর্গ মাইলের এক ভূখন্ডের নাম ভারতবর্ষ। এখানে এখনো সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে ভারত বলতে হিন্দি হিন্দু হিন্দুস্তান, জাতীয় ভাষা বলতে হিন্দি আর জাতীয় সংগীত বলতে জন গন মন। ওদের কে বোঝাবে ওটা উচ্চারিত হয় ‘জনো গনো মনো’।
এই প্রজাতন্ত্রের বার্ষিক উদযাপনে আসুন পুরোনো ধারণা পাল্টাই৷ স্টিরিয়োটাইপ বদলাই৷ পরশীকে চিনি আসুন। ওরাও আমার আপনার মতোই একশো পঁচিশ কোটির একটা সামান্য অংশমাত্র।
©— ময়ূখ রঞ্জন ঘোষ