শীতের মনমর্জি বোঝা ভার। কিছুদিন আগেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল এই বারের মত শীতের মরশুম শেষ। প্রভাব থাকলেও কনকনে ঠাণ্ডা আর থাকবে না। কমতেও শুরু করেছিল শীত। কিন্তু আচমকাই ভোল বদলে ফে স্ব-মূর্তি ধারণ করল শীত। হাড়কাঁপানো ঠান্ডা এবং উত্তুরে হাওয়ার দাপট, আজ শুক্রবার থেকে এমনই আবহাওয়া দেখা যাবে শহরে।
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই উত্তুরে হাওয়া অনুভূত হচ্ছে। সূর্যের তেজ থাকলেও সেই দাপট এতটুকুও কমেনি। এই পরিস্থিতিতে কলকাতার তাপমাত্রা ফের ১০ ডিগ্রীতে নেমে যেতে পারে। প্রসঙ্গত গত দু’দিনে প্রায় ৪ ডিগ্রী তাপমাত্রা কমে গেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের প্রভাব কাটতেই উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা শুকনো হাওয়া রাজ্যে প্রবেশ করছে। পাশাপাশি উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কেটে গিয়েছে। তাই গোটা মাস জুড়েই থাকবে শীতের দাপট।সব মিলিয়ে উত্তর ভারত থেকে আসা হিমেল হাওয়ার দাপট চুটিয়ে অনুভব করছে গোটা রাজ্য।