আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকল বাংলা। রাজনৈতিকভাবে হাজার মতবিরোধ থাকলেও জ্যোতি বসুর ৯ম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মমতা। আজ বৃহস্পতিবার সকালে একটি ফেসবুক পোস্টে প্রয়াত মুখ্যমন্ত্রীকে স্মরণ করেন মমতা।
ওই পোস্টে মমতা লেখেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য’।
১৯১৪ সালের ৮ জুলাই জন্ম জ্যোতিবাবুর। এই নামেই পরবর্তীকালে সারা দেশে বিখ্যাত হয়ে যান তিনি। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা ২৩ বছর বাংলার মুখ্যমন্ত্রী পদে ছিলেন জ্যোতি বসু। তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশী সময় ধরে বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০১০ সালে ১ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার আমরি হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘ রোগভোগের পর ১৭ জানুয়ারি মাল্টি-অর্গান ফেলিওর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যোতি বসু। আজ তাঁকেই শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।