গাড়িঘোড়ার সংখ্যা যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে দূষণও। গত কয়েক মাসে মাত্রাছাড়া ভাবে বেড়েছে কলকাতার দূষণের হার। এর পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবেশ দফতরের আধিকারিকরা। তড়িঘড়ি দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা না নিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারেও বলে আশঙ্কা করতে শুরু করেন তাঁরা। তাই শহরের দূষণ নিয়ন্ত্রণে কলকাতার বিভিন্ন জায়গায় বসতে চলেছে অত্যাধুনিক সাকশান মেশিন। এই মেশিন বসানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য পরিবেশ দফতর।
দূষণ নিয়ন্ত্রণ করতে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পরিবেশ দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয়, যেখানে দূষণ নিয়ন্ত্রণ করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। তখনই ঠিক হয় বসানো হবে দূষণ নিয়ন্ত্রক সাকশন মেশিন। সূত্রের খবর, যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড, ডানলপ মোড় সহ শহরের দশ জায়গায় পরীক্ষামূলক ভাবে বসবে এই মেশিন।
কলকাতা পৌরনিগমকে জলের ১০টি গাড়ি, হাওড়া পৌরনিগমকে ৫টি জলের গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও বিধাননগর পৌরনিগম, বারাসত ও মধ্যমগ্রাম পৌরসভাকে জলের গাড়ি নেওয়ার জন্য প্রস্তাব দিতে বলা হয়েছে। ধুলোবালিতে জল দিয়ে দূষণ কমাতে সাহায্য করবে এই গাড়িগুলি। এছাড়াও বায়ুদূষণ রোধ করতে এই মাসেই ইলেকট্রিক বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।