রাজ্যের হাল ধরার পর থেকেই শিক্ষাব্যবস্থার উন্নতির জন্যে নানারকম উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই রাজ্যের শিক্ষা উন্নত হয়েছে অনেক। যেভাবে স্কুলশিক্ষার দিকে তিনি নজর দেন ঠিক সেভাবেই খেয়াল রাখেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের দিকেও। সেই কারণেই এবার থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চান মমতা। সেই একটি ‘অ্যাপ’ তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এই অ্যাপ।
সোমবার নবান্নে উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই অ্যাপ তৈরির ব্যাপারে তাঁর সচিবালয় এবং উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দেন। এই অ্যাপে সব উপাচার্য এবং অধ্যক্ষের নম্বর থাকবে। এর মাধ্যমে নিজেদের সমস্যার কথা উপাচার্য এবং অধ্যক্ষরা মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাতে পারবেন এবং সেই সমস্ত সমস্যার চটজলদি সমাধান করাও সম্ভব হবে।
ওই বৈঠকে স্কুল শিক্ষার একাধিক সংস্থার কর্তা এবং আধিকারিকরাও ছিলেন। শুধু ডিআই–দের দিয়ে নয়, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদেরও জেলার বিভিন্ন স্কুলে পরিদর্শনে যেতে বলেন মুখ্যমন্ত্রী। পঠনপাঠনের পাশাপাশি মিড–ডে মিল কেমন চলছে, শৌচাগারের কী অবস্থা, পানীয় জলের কী ব্যবস্থা আছে, তা দেখতে বলেন। গোটা বাংলার দায়িত্ব একা হাতে সামালানোর পরেও যে কোন দিকেই তিনি নজর দিতে ভোলেন না তা আবারও প্রমাণ হল ওই বৈঠকে।