ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির। বাংলায় রথযাত্রা বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। আজ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু সেখানেও প্রয়োজনীয় অনুমতি না মেলায় নিশ্চিত ভাবেই বড় ধাক্কা খেল বিজেপি।
অশান্তির আশঙ্কা রয়েছে বলে রাজ্যে রথযাত্রার অনুমতি দেয়নি বাংলার সরকার। রাজ্যের সেই আশঙ্কাকেই মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। আজ মঙ্গলবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যে কোনও রথযাত্রা হবে না। তবে চাইলে শুধুমাত্র জনসভা করতে পারে বিজেপি।
প্রসঙ্গত, বাংলায় বিজেপির রথযাত্রা নিয়ে গত কয়েকমাস ধরে টালবাহানা চলছে। রাজ্য সরকার অনুমতি দিতে রাজি না হওয়ায় বিজেপির তরফে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সিঙ্গল বেঞ্চ রাজ্যের পক্ষে রায় দেয়। বিজেপি ডিভিসন বেঞ্চে যায়। সেই রায় আবার বিজেপির পক্ষে যায়। এরপর লড়াই চলে যায় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শুনানি ছিল ওই মামলার। সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বাংলায় রথযাত্রা করতে পারবে না বিজেপি। তবে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়নি। বিজেপি সভা-সমাবেশ করতেই পারে বলে এদিন জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।