টালা পার্কের মাঠে উঠতি ক্রিকেটারের মৃত্যু। ঘটনায় শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল। ক্রিকেটারের নাম অনিকেত শর্মা। বয়স ২১ বছর। সিএবি-র ক্লাব ক্রিকেটে যথেষ্ট পরিচিত নাম অনিকেতের। বুধবার ক্লাব ক্রিকেটে খেলা মিলন সমিতি বনাম পাইকপাড়া ক্লাবের। সেইজন্যই টালা পার্কের মাঠে অনুশীলন করছিলেন পাইকপাড়ার সতীর্থদের সঙ্গে। সতীর্থদের সঙ্গে অনুশীলন ম্যাচ চলাকালীন রান নিতে গিয়ে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন অনিকেত। সঙ্গে সঙ্গে সতীর্থ খেলোয়াড় এবং ক্লাব কর্মকর্তারা তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু অনিকেত অচেতন হয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যে তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মাঠের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন অনিকেত।
অনিকেত আদলতে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ১১ মাস ধরে পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন তিনি। খেলার সূত্রেই তিনি কলকাতায় থাকতে শুরু করেন। অনিকেতের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। টালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।