লোকসভা ভোটের আগে কর্নাটকে কংগ্রেস, জেডিএস-এর জোট সরকার ফেলার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিজেপি। একটি সর্বভারতীয় ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই অভিযোগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া। তাঁর কথায়, ‘আমার ছেলের (মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী) সরকারকে ফেলে দেওয়ার জন্য ওরা (বিজেপি) উঠে পড়ে লেগেছে। এখন শুধু ঈশ্বরই বাঁচাতে পারেন’।
লোকসভা ভোটের আগে কয়েক দিন ধরেই কর্নাটকে নাটক জমে উঠেছে। কংগ্রেস নেতা ও রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমার মঙ্গলবার অভিযোগ করেন, দলের তিন বিধায়ককে মু্ম্বইয়ের একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন বিজেপি নেতারা। ওই তিন বিধায়ক এখনও রয়েছেন মুম্বইয়ের হোটেলে। শুধু ওই তিন জনই নয়, কংগ্রেসের আরও অভিযোগ, দলের ১০ জন এবং জেডিএস-এর ১৩ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। সরকার ফেলতে অন্তত ৮ থেকে ৯ জনকে পদত্যাগ করাতে চাইছে নরেন্দ্র মোদীর দল।
কর্নাটকের বিধানসভায় ২২৪টি আসনের মধ্যে বিজেপির হাতে রয়েছে ১০৪টি। কংগ্রেস-জেডি (এস)-এর জোটের ১১৭ জন বিধায়ক রয়েছেন। জোটের ১৩ জন বিধায়ককে ভাঙাতে পারলেই বিজেপি ও ক্ষমতাসীন জোট, দুই তরফেরই বিধায়ক সংখ্যা ১০৪-এ নেমে আসতে পারে।