কেন্দ্রীয় সরকারের ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তের সমালোচনায় এবার মুখ খুললেন গুজরাটের বিধায়ক জিগনেশ মেবানি। তফসিলি জাতি, জনজাতি-সহ পিছিয়ে পড়া মানুষের জন্য থাকা সংরক্ষণ তুলে দেওয়াই বিজেপি-আরএসএসের আসল লক্ষ্য। রবিবার বিধাননগরে এমনই অভিযোগ করলেন দলিত আন্দোলনের নেতা।
গতকাল ব্যাঙ্ক অফ বরোদার একটি অনুষ্ঠানে যোগ দেন জিগনেশ। সেখানেই চাকরি ও শিক্ষায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি বলেন, ‘তফসিলি জাতি, জনজাতি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ, যাঁরা আর্থ-সামাজিকভাবে পিছিয়ে, তাঁদের জন্য সংরক্ষণ তুলে দেওয়ার বিজেপি-আরএসএসের প্রথম পদক্ষেপ এটা। সংবিধান এড়িয়ে, বর্ণের ভিত্তিতে সংরক্ষণ তুলে দেওয়া দীর্ঘ দিনের লক্ষ্য বিজেপি-আরএসএসের।’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘অন্য সম্প্রদায়ের আর্থিকভাবে দুঃস্থ মানুষের পাওয়া কোনও সুযোগসুবিধে নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে দারিদ্র্য মেটানোর জন্য সংরক্ষণ নয়। তফসিলি জাতি, জনজাতি, অন্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা যাতে প্রতিনিধিত্ব করতে পারে, তার জন্য দরকার সংরক্ষণ। সমাজে বর্ণভেদের কারণেই এই মানুষেরা সামাজিক এবং শিক্ষায় পিছিয়ে রয়েছেন।’ গতকাল এভাবেই কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেন গুজরাটের দলিত আন্দোলনের নেতা।