ভোটে জিততে এবার বায়োপিককে হাতিয়ার করেছে নরেন্দ্র মোদী সরকার। এমনই অভিযোগ করলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেরোনর সময় অভিষেক বলেন, ‘শুধু সিনেমার ওপর ভর করে নির্বাচন জেতা যায় না। ২০১৪ লোকসভা ভোটের আগে একইরকমভাবে বই প্রকাশ করা হয়েছিল। এবারও ভোট জিততে মোদিকে সিনেমার ওপর নির্ভর করতে হচ্ছে’।
বিজেপির তীব্র সমালোচনা করে অভিষেক বলেন, ‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বিজেপি যত হেরেছে জিনিসের দাম তত কমেছে। জিএসটি ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ হয়েছে। গ্যাসের দাম, পেট্রোল-ডিজেলের দাম কমেছে’। এই অবস্থায় কেন্দ্রের শাসন থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন অভিষেক। বাংলার মানুষের আশীর্বাদে রাজ্যের ৪২ টি লোকসভা আসনের স্ব কটিতে তৃণমূল জয়ী হবেন বলে জানান দলের যুব সভাপতি।
প্রসঙ্গত, অনুপম খের অভিনীত মনমোহন সিংহের বায়োপিক ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ঘিরেবিক্ষোভের প্রেক্ষিতে শনিবার অশোকা সিনেমা হলে বন্ধ করে দেওয়া হল ছবিটির প্রদর্শন। শুক্রবার মুক্তির দিন বিক্ষোভে হিন্দ আইনক্সে বন্ধ হয়ে যায় ছবির প্রদর্শন। বিক্ষোভ হয় ইন্দিরা সিনেমাতেও।
