বৃহস্পতিবার আবুধাবিতে এএফসি এশিয়ান কাপে সংযুক্ত আরব আমিরশাহি ও ভারতের ম্যাচের আগে বেশ কয়েকজন ভারতীয় সমর্থককে খাঁচায় বন্দি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংযুক্ত আরব আমিরশাহি ও ভারতের ফুটবল ম্যাচকে ঘিরে এক অমানবিক দৃশ্য দেখল গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গেল, ম্যাচ শুরুর আগে একটা খাঁচার মধ্যে কিছু ভারতীয় সমর্থককে বন্ধ করে রাখা হয়েছে। এবং আমিরশাহির এক সমর্থক খাঁচা বদ্ধ মানুষদের জিজ্ঞাসা করছেন, ‘তোমরা কাদের সমর্থক?’ জবাবে সমর্থকরা বললেন, ‘ভারত’।
পরক্ষণেই ওই ব্যক্তি চোখরাঙানি দিয়ে বলেন, ‘‘তোমরা এখানে বসবাস কর। অথচ সমর্থন করছো কিনা ভারতকে?’’ সঙ্গে সঙ্গে ভয়ে সিঁটিয়ে থাকা সমর্থকরা বলে উঠছেন, ‘‘আমরা আমিরশাহিকে সমর্থন করব।’’ এই কথাগুলো বলার পরেই তাদের খাঁচা থেকে বের করে দেয় অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ার স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। অভিযোগ জমা পড়ে সংযুক্ত আরব আমিরশাহির অ্যাটর্নি জেনারেলের কাছে৷ শুরু হয় আইনানুগত ব্যবস্থা গ্রহণপর্ব৷ ঘটনার একদিন পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে৷
প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, এই ধরনের কোনও রকম বেআইনি কাজকর্মকে মান্যতা দেওয়া হবে না। বিভেদ সৃষ্টিকারীরা ক্ষমার অযোগ্য। সংযুক্ত আরব আমিরশাহির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়েছে৷ তাকে যথাযোগ্য শাস্তি দেওয়া হবে৷