ভারতের কাছে টেস্ট সিরিজে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে থামিয়ে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলো অস্ট্রেলিয়া।
সিডনিতে প্রথম ওয়ানডে ৩৪ রানে জিতে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে অ্যারন ফিঞ্চের দল। ২৮৮ রান তাড়ায় ভারত ৯ উইকেটে করে ২৫৪। ১৮৫২ ম্যাচে হাজারতম জয় পেল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে আটশ ম্যাচও জিততে পারেনি আর কোনো দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে উসমান খাওয়াজা, শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্বের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ভুবেনেশ্বর কুমার ও কুলদীপ যাদব।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রানের খাতা খোলার আগেই শিখর ধাওয়ানকে ফেরান জ্যাসন বেহরেনডর্ফ। চতুর্থ ওভারের ৩ বলের মধ্যে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অম্বাতি রাইডুকে আউট করে সফরকারীদের কাঁপিয়ে দেন ঝে রিচার্ডসন।
এরপর প্রাক্তন অধিনায়ক ধোনির ফিফটি ও রোহিত শর্মার ১৩৩ রানের লড়াকু ইনিংসেও শেষ রক্ষা করতে পারেনি ভারত। পুরো ৫০ ওভার খেলে তারা থামে ৯ উইকেটে ২৫৪ রানে। রিচার্ডসন ৪ উইকেট নেন ২৬ রানে। ২টি করে উইকেট পান বেহেরনডর্ফ ও মার্কাস স্টয়িনিস।
মঙ্গলবার অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।