দুরন্ত লড়াই করেও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে হার মানতে বাধ্য হয়েছে ভারত। দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে এই মুহূর্তে গ্রুপ-এ’র দ্বিতীয় স্থানে সুনীল ছেত্রী-সন্দেশ ঝিংগানরা। আগামী সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাহরিনের মুখোমুখি হবে স্টিভন কনস্টানটাইনের দল। ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে সহজেই পরবর্তী পর্যায়ে পৌঁছাবে ভারত। ড্র করলেও জেজে-প্রীতম কোটালরা পরবর্তী পর্বে পৌঁছাতে পারেন। তবে সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হারতে হবে থাইল্যান্ডকে। এছাড়া ওই ম্যাচ যদি ড্র হয় তাহলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্বে উন্নীত হবে ভারত। কিন্তু থাইল্যান্ড যদি আমিরশাহিকে হারিয়ে দেয় এবং ভারত-বাহরিন ম্যাচ ড্র হয় তাহলে সেরা চারটি তৃতীয় দলের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে কনস্টানটাইন-ব্রিগেডের। তবে যাই হোক না কেন, প্রতিযোগিতায় অস্তিত্ব বজায় রাখার জন্য বাহরিনের বিরুদ্ধে হারা চলবে না ভারতের। উল্লেখ্য, দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ভারত। শীর্ষে থাকা সংযুক্ত আরব আমিরশাহি চার পয়েন্ট পেয়েছে। থাইল্যান্ডের সংগ্রহ তিন পয়েন্ট। বাহরিন দু’টি ম্যাচে পেয়েছে মাত্র এক পয়েন্ট।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের দুই অর্ধে ভারতের দু’টি প্রয়াস ক্রসবারে লাগে। প্রথমার্ধে উদান্তা সিংয়ের দুরন্ত শট বিপক্ষ গোলরক্ষককে হার মানিয়েও ক্রসবারে আছড়ে পড়ে। শেষ লগ্নে সন্দেশ ঝিংগানের হেডেরও একই পরিণতি হয়। থাইল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের প্রারম্ভিক পর্বে আক্রমণে ঝড় তুলেছিল ভারত। গোলও পেয়েছিলেন সুনীল ছেত্রী ও অনিরুদ্ধ থাপা। বৃহস্পতিবার অবশ্য দুই অর্ধের শুরুতেই দুরন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ভারত। বল পজেশনে পিছিয়ে থাকলেও সুনীলদের আক্রমণের সময় ত্রাহি ত্রাহি রব উঠেছে সংযুক্ত আরব আমিরশাহি রক্ষণে। প্রথমার্ধে সুনীল ও আশিক কুরিয়ানের প্রচেষ্টা সফল হলেই ম্যাচের ফল অন্যরকম হত বলে বিশেষজ্ঞদের ধারণা।
সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাহরিনের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই নামবে ভারত। কোচ স্টিভন কনস্টানটাইন জানেন, ড্রয়ের মানসিকতা নিয়ে মাঠে নামলে হারের সম্ভাবনা থেকেই যায়। তাই শেষ ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল খেলবেন সুনীল ছেত্রীরা। তার আগে ডিফেন্ডারদের ভুলত্রুটি শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্টিভন।