বিজেপির দয়াতেই নাকি মধ্যপ্রদেশে সরকার চালাচ্ছে কংগ্রেস। এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। একটি জনসভায় বক্তৃতা পেশ করতে গিয়ে কৈলাস বলেন, ‘আমাদের দয়ায় মধ্যপ্রদেশে সরকার চালাচ্ছে কংগ্রেস। শীর্ষনেতৃত্ব চাইলে যেকোনও মুহূর্তে কংগ্রেসের পরিবর্তে সরকার গঠন করতে পারে বিজেপি’।
সম্প্রতি কংগ্রেস নেতা দ্বিগিজয় সিং দাবি করেছিলেন, কমলনাথ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির তরফে ১০০ কোটি টাকা অফার করা হয়েছে কংগ্রেস বিধায়কদের। তারপরেই একথা বলেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর কথায়, ‘এটা কী ধরনের সরকার? এই সরকার আমাদের দয়ায় চলছে। ১৫ বছর আমরা এখানে সরকার চালিয়েছি। শীর্ষ নেতৃত্ব চাইলে যেকোনও মুহূর্তে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরতে পারে।
এই সরকারকে ক্ষমতাচ্যুত করাটা কোনও ব্যাপার নয়। গত ১৫ বছরে আমাদের সরকার এই রাজ্যে অনেক কাজ করেছে। কোনও সরকারি আধিকারিককে কাজ করাতে হলে একটি ফোনই যথেষ্ট ছিল। আর এখনকার সরকার, যাঁরা কাজ করছে না তাঁদেরই পুজো করছে’।
বিজয়বর্গীয়র এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখপাত্র নীলাভ শুক্লা বলেন, ‘সাধারণ মানুষের রায় মানতে চাইছে না বিজেপি। বিজয়বর্গীয়ের কথায় পরিষ্কার, কমলনাথের সরকারকে ক্ষমতাচ্যুত করতে তাঁরা টাকা দিয়ে বিধায়ক কেনাবেচার চেষ্টা করছেন। এভাবে জনগনের রায়কে অপমান করার অধিকার তাঁদের নেই’।