অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনার টিম পেইনদের সমালোচনা করেছেন একেবারে নিজস্ব ভঙ্গিতে। বোলার থেকে ব্যাটসম্যান কাউকেই ছাড়েননি ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার দল ভারতের বিরুদ্ধে হওয়া টেস্ট সিরিজে ১-২ ফলাফলে হেরে গিয়েছে। এটাই প্রথম সুযোগ ছিল যখন অস্ট্রেলিয়ার দল নিজেদের দেশে কোনো এশিয়ান দলের কাছে হারল। দক্ষিণ আফ্রিকায় বল ট্যাম্পারিং বিতর্কের পর অধিনায়ক স্টিভ স্মিথ আর সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের উপর ব্যান লাগানোর পর দলের প্রদর্শন লাগাতার নীচে নেমে গিয়েছে।
ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে কোনও অজি ব্যাটসম্যান শতরান করতে পারেননি। কোনও পেসার একটি এলবিডবলিউও করতে পারেননি। ওয়ার্ন বলেছেন, ‘কোনও পেসার একটি এলবিডবলিউ করতে পারেনি। অর্থাৎ বলে সেই গতি নেই। কোনও ব্যাটসম্যানের শতরান নেই। এর চেয়ে শেফিল্ড শিল্ডের ব্যাটসম্যান বা বোলাররা ভাল পারফর্ম করছে। টেস্টে এরকম জঘন্য পারফরম্যান্স! এই দল নির্বাচন কারা করছে?’ প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনের বক্তব্যকেও সমর্থন করেছেন ওয়ার্ন। ভন বলেছিলেন, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা নির্বাসন কাটিয়ে ফিরে এলেও অস্ট্রেলিয়ার সব সমস্যা মিটবে না। ওয়ার্ন বলেছেন, ‘আমি ভনের বক্তব্যকে সমর্থন করছি। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। ওয়ার্নার, স্মিথ এলে কিছু সমস্যা মিটবে। কিন্তু বাকি সমস্যার কী হবে? অস্ট্রেলিয়া ক্রিকেটের খোলনলচে বদলানো দরকার। অনূর্ধ্ব ২৩ পর্যায়ে ভাল ক্রিকেটার উঠে আসছে না। আকাদেমির দিকে নজর দেওয়া হচ্ছে না। যার ফলে প্রতিভা হারিয়ে যাচ্ছে।’