কথায় আছে ইট ছুঁড়লে পাটকেল খেতে হয়। সেই কথা এবার কাজেও করে দেখাল শিবসেনা। বিজেপি সভাপতি অমিত শাহ কিছুদিন আগেই কার্যত হুমকি দিয়েছিলেন বিজেপি বিরোধিতা করলে তাঁদের শেষ করে দেওয়া হবে। এবার বিজেপির ছোঁড়া ইটের প্রত্যুত্তরে পাটকেল ছুঁড়ে আজ বুধবার শিবসেনা নেতা রামদাস কদম বলেছেন, আমরা কবর দেব বিজেপিকে।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। অমিত শাহ পরোক্ষে হুমকি দিয়েছিলেন, কেউ যদি আমাদের সঙ্গে জোট বাঁধে, তাকে জেতানোর সবরকম চেষ্টা করব। কিন্তু যারা বিরোধিতা করবে, তাদের শেষ করে দেব। এহেন অপমানের জবাব দিতেই বিজেপিকে কবর দেওয়ার কথা জানালো শিবসেনা।
মহারাষ্ট্রের মন্ত্রী কদম আজ বলেন , বিজেপি ইতিমধ্যে পাঁচ রাজ্যের নির্বাচনে শোচনীয় ফল করেছে। মহারাষ্ট্রে এসে কেউ আমাদের হুমকি দিয়ে যাবে, তা সহ্য করব না। এমন হলে আমরা তাদের কবর দেব। মোদী উচ্চবর্ণের গরিবদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করতে চান শুনে কদম বলেন, এই রাজ্যে মারাঠা, ধাঙ্গড় এবং মুসলিমদের জন্য ইতিমধ্যেই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে তারা নতুন করে আর কার জন্য সংরক্ষণ করবে? আসলে নির্বাচনের দিকে লক্ষ রেখেই এসব করা হচ্ছে।
লোকসভায় মঙ্গলবার উচ্চবর্ণের গরিবদের জন্য সংরক্ষণ বিল পাশ হয়েছে। বুধবার প্রবল হট্টগোলের মধ্যে সেই বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়। কংগ্রেসের বক্তব্য, ভোটের আগে ওই বিল এনে রাজনৈতিক গিমিক দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ওই বিল আদালতেই নাকচ হয়ে যাবে।
সংরক্ষণ প্রসঙ্গে কদম বলেছেন, তাঁরা ইতিমধ্যে মহারাষ্ট্রে তফসিলী জাতি-উপজাতি বাদে অন্যদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তাছাড়া মোদী সরকার যেভাবে ৫০ শতাংশের ওপরে আরও ১০ শতাংশ সংরক্ষণ করবে বলছে, তাও বাস্তবে সম্ভব নয়।
উল্লেখ্য ২০১৪ সালের বিধানসভা ভোটে মোদী হাওয়া সত্ত্বেও শিবসেনা ৬৩ আসন পেয়েছিল৷ তাই বিজেপির কোনরকম অপমান জনক মন্তব্য যে শিবসেনা মোটেও বরদাস্ত করবে না, আজ তা স্পষ্টই বুঝিয়ে দিল শিবসেনা।