ভিন রাজ্যের শ্রমিকদের সম্পর্কে অশালীন বাক্য ব্যবহার করলেন বিজেপি বিধায়ক সুরেশ ধাস। তাঁর কথায়, ‘বিহার থেকে এসে এখানে কাজ ও বসবাস করেন শ্রমিকরা। আর তাদের স্ত্রীরা সেখানে সন্তান জন্ম দেন। সেই খুশিতে এই শ্রমিক স্বামীরা আবার মিষ্টি বিতরণ করেন’। বিজেপি বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কড়া সমালোচনা করেছেন।
সুরেশ ধাস হলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক। তার ওপর বিহারে নীতীশ কুমার সরকারের সঙ্গে জোটে রয়েছে বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন। এমনিতেই একে একে শরিকরা ছেড়ে যেতে শুরু করেছে। এই সময়ে বিজেপি বিধায়কের এমন মন্তব্য বিহারে এনডিএ জোটে খারাপ প্রভাব পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
স্বাভাবিকভাবেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন বিজেপি নেতারা। বিজেপি’র মহারাষ্ট্র শাখার নেতা হায়দার আজম বলেন, দল এমন মন্তব্যের জন্য জবাবদিহি চাইবেন। কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না। বিজেপি বিধায়কের ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন। তিনি বলেন, ‘এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি। কারণ এই মন্তব্যের জেরে ১১ কোটি বিহারীকে অপমান করা হয়েছে। বিহারের মানুষের সম্মানে আঘাত করা হয়েছে’।