অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জয়ে ইতিহাস গড়ায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেচ্ছা জানিয়ে মমতা লিখলেন,’আমরা তোমাদের জন্য গর্বিত৷’
রবিবারই ইতিহাসের পূর্বাভাস মিলেছিল৷ সোমবার সকালে আবহাওয়া খারাপ থাকায় পঞ্চম দিনে খেলা শুরুই হয়নি৷ ফলে ম্যাচ ড্র হয়৷ অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজ আপাতত ১-২৷ দুটি টেস্ট জিতে এগিয়ে ভারতই৷ যার নির্যাস, ডনের দেশে ইতিহাস৷ ৭০ বছর পর অস্ট্রেলিয়ায় ভারত কোনো টেস্ট সিরিজ জিতল।
মমতা টুইটারে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা৷ আমরা তোমাদের জন্য গর্বিত৷’