অসিদের ব্যাটিং বিপর্যয় চলছেই। সিরিজে তারা পিছিয়ে ১–২ ব্যবধানে। প্রাক্তন অসি ক্রিকেটাররাই এখন সমালোচনা করতে শুরু করেছেন টিম পেইনদের। তালিকায় নতুন সংযোজন মার্ক ওয়া। তিনি তো বলেই দিলেন, ‘সারা দিনে হতাশা ছাড়া আর কিছুই জুটল না। মার্কাস হ্যারিস ভাল খেলছিল। কিন্তু শতরান করতে পারল না। এটাই চলছে। ভাল শুরু করেও অসি ব্যাটসম্যানরা বড় রান করতে পারছে না। বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছে।’ ভারতীয় বোলারদের প্রশংসাও শোনা গেছে মার্ক ওয়ার মুখে। তিনি বলেছেন, ‘ভারতীয়রা বেশ ভাল বল করছে। কারণ সিডনিতে উইকেট তৃতীয় দিনও ব্যাটিংয়ের উপযুক্ত ছিল।’ অসিরা ঘরের মাঠে এভাবে মুখ থুবড়ে পড়ায় বেশ উদ্বিগ্ন মার্ক ওয়া। সমস্যাটা কোথায়? তাঁর মতে, ‘উত্তরটা আমিও সঠিক বলতে পারব না। তবে এটুকু বলতে পারি অসিরা ধৈর্য দেখাতে পারছে না। পেইনের দলে যোগ্য ক্রিকেটার আছে। কিন্তু ধৈর্যের বড় অভাব। তার সঙ্গে যোগ হয়েছে নেতিবাচক মানসিকতা। পুজারাকে দেখে শেখে উচিত অসিদের। প্রায় দু’দিন ছেলেটা ব্যাট করে গেল।’
