সিডনি টেস্টে তৃতীয় দিনের শেষে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে বড় কোনও অঘটন না ঘটলে সিডনি টেস্টে ভারতের হারের আর কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জয় প্রায় নিশ্চিত। তৃতীয় দিনের শুরুতে মার্কাস হ্যারিসের লড়াকু ইনিংসের সাহায্যে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতীয় স্পিনারদের যুগলবন্দিতে কোমর ভেঙে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের। দিনের শেষে অজিদের স্কোর ৬ উইকেটে ২৩৬ রান। এখনও ভারতের প্রথম ইনিংসের স্কোরের থেকে ৩৮৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
সিডনি টেস্টে ৭ উইকেটে ৬২২ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৪ রানে কাল প্রথম দিন শেষ করলেও আজ ফলোঅনের শঙ্কায় পড়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় তৃতীয় দিনে ১৬.৩ ওভার বাকি থাকতেই বন্ধ হয়ে যায় খেলা। শুধু ফলোঅন এড়াতেই এখনো ১৮৭ রান দরকার অস্ট্রেলিয়ার। হাতে মাত্র ৪ উইকেট।
আজ টেস্টের তৃতীয় দিনে দুই ওপেনার মার্কাস হ্যারিস ও উসমান খাজা ভালোই শুরু করেছিলেন। নিজেদের জুটিতে ৭২ রান তোলার পর কুলদ্বীপ যাদবের শিকার হন খাজা (২৭)। অন্য প্রান্তে হ্যারিস ৭৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন। ১২৮ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর ৬৪ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। লাবুশেন, শন মার্শ ও ট্রাভিস হেড দ্রুত ফিরে দলের বিপর্যয় আরও বাড়িয়েছেন। উইকেটে রয়েছেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্স।
তৃতীয় দিনের প্রথম সেশনে শুধু খাজাকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় সেশনে তাঁরা ৪ উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পড়ে যায়। অবশ্য সিডনির মেঘাচ্ছন্ন আকাশ দেখে কিছুটা আশা খুঁজে নিতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন। ওদিকে ভারত এখনই সিরিজ জয়ের সুবাস পাচ্ছে। টেস্ট ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলই প্রথম ইনিংসে ছয় শ-র বেশি রান করে হারেনি।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে বড় কোনও অঘটন না ঘটলে ভারতের হারের আর কোনও সম্ভাবনা নেই। বড় জোর ড্র করতে পারে অস্ট্রেলিয়া। তবে, বিরাটরা জিতেই সিরিজ শেষ করতে চান। তাই টিম ইন্ডিয়ার লক্ষ্য, দ্রুত অস্ট্রেলিয়ার শেষ চার ক্রিকেটারকে প্যাভিলিয়নে ফেরানো।