বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সাক্ষাৎকারটির গোটাটাই ছিল ‘স্ক্রিপ্টেড’! বছরের শুরুতে এক বেসরকারি সংবাদসংস্থাকে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বিহারের বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা।
ও’দিন প্রধানমন্ত্রীর দেওয়া সাক্ষাৎকারের চূড়ান্ত সমালোচনা শত্রুঘ্ন বলেন, ওই সাক্ষাৎকারের গোটাটাই সাজানো। বাস্তবের সঙ্গে একেবারেই মানানসই নয়। এর পাশাপাশি মোদীর উদ্দেশ্যে তাঁর বার্তা, আপনার উচিৎ এবার অন্তত একটা সাংবাদিক বৈঠক সরাসরি সব প্রশ্নের উত্তর দেওয়া। যাতে দেশের মানুষের জানতে চাওয়া অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়।
মোদীর সাক্ষাৎকারে পরই বৃহস্পতিবার পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিহারীবাবু নিজের টুইটার হ্যান্ডেলে একগুচ্ছ টুইট করে বলেন, ‘বছরের শুরুতে প্রধানমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি ছিল পুরোটাই স্ক্রিপ্টেড। চিত্রনাট্যটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং খুবই চতুরতার সঙ্গে নিপুণ গবেষণা করে তৈরি করা। তাই এবার আপনার উচিত একটি সাংবাদিক বৈঠক করা।’
এখানেই না থেমে ওই বিক্ষুব্ধ বিজেপি সাংসদ প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে লেখেন, ‘আমি জানি আপনি সাংবাদিকদের মুখ দেখতে পছন্দ করেন না। কিন্তু এবার সরাসরি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে আপনার ভাবমূর্তি তৈরি করুন। এই সাক্ষাৎকার আপনার আগের পারফরম্যান্সের থেকে খারাপ।’
মোদীকে তাঁর কটাক্ষ, ‘জানি আপনি ওই প্রশ্নগুলো শুনতে চান না। তবে একবার অন্তত রাজনীতিবিদ যশবন্ত সিনহা এবং খ্যাতনামা সাংবাদিক অরুণ শৌরির প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস দেখান। গত সাড়ে চার বছরে আপনি একবারও সাংবাদিক বৈঠক করেননি কেন? পূর্বের প্রধানমন্ত্রীরা যেখানে একটা হলেও বৈঠক করেছেন।’
শরিকদের এনডিএ ছাড়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন শত্রুঘ্ন। ‘সবকা সাথ সবকা বিকাশ’ সত্বেও কেন তারা ছেড়ে চলে যাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট উত্তর চেয়েছেন বিহারীবাবু। সবশেষে তিনি বলেছেন, ‘বন্ধু, সহকর্মী কিংবা ভাই হিসেবে এই প্রস্তাব রাখছি। কারণ এগুলো আপনার পাশাপাশি দেশের জন্যও ভাল।’