পূজারা চলতি টেস্ট সিরিজে ১৮৬৮ মিনিট ক্রিজে থেকেছেন ৷ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোনও টেস্ট সিরিজে এত বেশি সময় ক্রিজে থাকার রেকর্ড এর আগে শুধু একজনেরই রয়েছে ৷ তিনি হলেন, সুনীল গাভাস্কর ( ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৭৮ মিনিট এবং ১৯৮১/৮২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৬ মিনিট)৷
অ্যাডিলেডে প্রথম টেস্টে করেছিলেন ১০৬ রান। মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় টেস্টেও করেন সেঞ্চুরি, থামেন ১২৩ রানে। এখানেই শেষ নয়, বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্টেও হেসেছে চেতেশ্বর পূজারার ব্যাট। ভারতীয় দলের এই ব্যাটিং স্তম্ভ দেখা পেয়েছেন ক্যারিয়ারের ১৮তম টেস্ট শতকের।
পূজারার এমন অনবদ্য ও ধৈর্য্যশীল ব্যাটিং দেখে স্বভাবতই মুগ্ধ বীরেন্দর সেহবাগ-ভিভিএস লক্ষ্মণ সহ আরো অনেক ক্রিকেটারা। টুইটের মাধ্যমে তাঁরা পূজারার প্রশংসায় পঞ্চমুখ।
প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং টুইটারে লিখেছেন, ‘ব্রিলিয়ান্ট ইনিংস এবং তাকে দেখে মনে হচ্ছে, একটুও সন্তুষ্ট নয়। চোখ তার ২০০-র দিকেই।’ অস্ট্রেলিয়ার আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার টম মুডিও প্রশংসায় ভাসিয়েছেন পূজারাকে। টুইটারে এই ৫৩ বছর বয়সী মুডি লিখেছেন, ‘দুই দলের মধ্য ব্যবধান গড়ে দিয়েছে পূজারা।’
ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লিখছেন, ‘পূজারাকে নিয়ে খুবই খুশি। সে এমন একজন ক্রিকেটার, যে জানে কিভাবে খেলতে হয় এবং কিভাবে খেলা বের করতে হয়। সে খুবই সাধারণ এবং বিনয়ী একজন মানুষ। এরকম গুণ ক্রিকেটে তার বড় একটা অংশ।’
পূজারাকে প্রশংসাবাণীতে ভাসানোর তালিকায় রয়েছে আরও অনেক নামই। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দর সেহবাগ। তিনি লিখেছেন, ‘জিন্দেগী না মিলেগী পূজারা। তার দৃঢ় সঙ্কল্প ও ধারাবাহিকতা দেখতে সত্যি অসাধারণ লাগছে। সিরিজে তৃতীয় সেঞ্চুরির জন্য তোমাকে অভিনন্দন।’