ফের একবার পিছিয়ে গেল বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আগামী ১০ জানুয়ারি নতুন বেঞ্চ গঠন করা হবে। সেই বেঞ্চই ঠিক করবে কবে থেকে ফের অযোধ্যা মামলার শুনানি শুরু হবে।
এর আগে গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নতুন বছরের শুরুতে নয়া বেঞ্চ গঠন করা হবে। সেই বেঞ্চেই শুনানি হবে বিতর্কিত এই মামলার। আর শুক্রবার ৪ জানুয়ারি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কউলের দুই সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, ‘আগামী ১০ জানুয়ারি নতুন বেঞ্চে এই মামলাটির পরবর্তী শুনানি হবে। নয়া বেঞ্চই শুনানির নতুন দিন জানাবে।‘ আজ আদালতে মাত্র কয়েক সেকেন্ডের জন্য মামলাটির শুনানি হয়। দু’পক্ষের আইনজীবীদের কেউই কোনও বক্তব্য রাখতে পারেননি।
সামনেই লোকসভা নির্বাচন। ভোট বৈতরণী পার হতে রামমন্দির ইস্যুই এখন ভরসা বিজেপির। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে যেভাবেই হোক অযোধ্যায় রামমন্দির নির্মাণ হবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিল তাঁরা। কিন্তু পাঁচ বছর কেটে গেলেও মামলা শেষ হয়নি। এমন পরিস্থিতিতে ভোটের আগেই রাম মন্দির নির্মাণের দাবিতে সরব হয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। গত নভেম্বর মাসে একাধিক সংগঠন অযোধ্যায় গিয়ে রাম মন্দির নির্মাণের দাবিতে সভা করেছে। তালিকায় শিব সেনা, বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন ছিল। অনেক সংগঠন আইনসভায় অর্ডিন্যান্স নিয়ে এসে অযোধ্যায় মন্দির নির্মাণের দাবি করেছে। কিন্তু নতুন বছরে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ‘বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগে শীর্ষ আদালত রায় দিক। তারপরই সরকারের যা কর্তব্য, তা করবে কেন্দ্র। আমাদের নির্বাচনী ইস্তেহারে পরিস্কার জানিয়েছিলাম, অযোধ্যা বিতর্কের সমাধান ভারতের সংবিধান মেনেই হবে।’