সোশ্যাল মিডিয়ায় একটা ছবি বেশ ভাইরাল হয়ে চলছে এই মুহূর্তে। সেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ভারতের উইকেট-কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। পাশে আরও একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে এক মহিলা। এরা আসলে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের স্ত্রী ও সন্তানরা। ক’টা দিন পিছিয়ে যান। মেলবোর্ন টেস্ট। ব্যাট করছেন ঋষভ পন্থ। উইকেটের পিছনে দাঁড়িয়ে টিম পেইন। তখন তিনি ঋষভ পন্থকে বেবিসিটার বলেছিলেন। এ বার জানা গেল তার আসল রহস্য।
মেলবোর্ন টেস্ট জয়ের পর ভারতীয় শিবিরে উৎসবের মেজাজ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দুই দলকেই নিজের সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেখানে হাজির ছিলেন সস্ত্রীক টিম পেইন। রবিবার সিডনিতে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রথমে ফটো সেশন হয়। তারপর ক্রিকেটাররা গল্প–আড্ডায় মেতে ওঠেন। সেখানেই টিম পেইনের দুই সন্তানকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েন ঋষভ পন্থ। টিম পেইনের স্ত্রী বনি পেইন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ভারতের উইকেট-কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।
যা দেখে আইসিসি একটি টুইট করে বলেছে, ‘টিম পেইন বক্সিং ডে টেস্টে পন্থকে জিজ্ঞাসা করছে, তুমি বাচ্চা দেখভাল করতে পার? আমি তাহলে স্ত্রীকে নিয়ে রাতে সিনেমা দেখতে যাব। তুমি আমার সন্তানদের দেখাশোনা কোরো। জবাবে পন্থ বলেছিলেন, চ্যালেঞ্জটা গ্রহণ করলাম।’