অ্যালিস্টার কুকের মুকুটে জুড়ল নতুন পালক। নাইটহুড উপাধি পেয়ে ‘স্যর’ হলেন ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক।
এর আগে ৯ জন ইংরেজ ক্রিকেটার নাইটহুড পেয়েছিলেন। সর্বশেষ ‘স্যর’ হন ইয়ান বোথাম। এবার সেই তালিকায় যোগ হল কুকের নাম।
গত সেপ্টেম্বরেই বিরাট কোহলিদের সঙ্গে ঘরোয়া সিরিজ খেলে তুলে রেখেছিলেন ক্রিকেট কিটস। ১৬১ টেস্টে ৩৩ সেঞ্চুরিতে করেছেন ১২ হাজার ৪৭২ রান। ইংল্যান্ডের হয়ে যা টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। শুধু তাই নয়, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়ার আগে রেকর্ড ৫৯টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন কুক। তার নেতৃত্বে দুটি অ্যাশেজ-সহ ভারত আর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতে ইংল্যান্ড। স্বাভাবিক ভাবেই এমন ক্রিকেট ব্যক্তিত্বকে ভোলা সম্ভব নয়। ভোলেওনি ইংল্যান্ড। তারই প্রমান কুকের ‘স্যর’ উপাধি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মাস তিনেক পর এহেন কুক ভূষিত হলেন নতুন সম্মানে। রানী এলিজাবেথের হাত থেকে নাইটহুড উপাধি পেলেন ৩৪ বছর বয়সী এই ইংরেজ।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস মনে করেন, ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড প্রাপ্যই ছিল কুকের, ‘কুক ইংল্যান্ডের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। আমি খুব আনন্দিত যে ওর মত একজন এই খেতাব গ্রহন করেছে। ওকে সম্মানিত করার জন্য এটি একেবারে যথার্থ।