মেট্রোয় আগুন লাগার ঘটনায় আইনি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘সমস্ত যাত্রীরাই মেট্রোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। জরুরী সময়ে অ্যালার্ম বাজেনি বলেও অভিযোগ করেছেন তাঁরা। তাই এই গাফিলতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে’।
এদিনের বৈঠকে শহরের কোথাও আগুন লাগলে দ্রুত কীভাবে ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারেও দমকল ও পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। গ্রিন চ্যানেলের মাধ্যমে যাতে দ্রুত দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারে সেই নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মেট্রোয় আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষকেই দায়ী করছেন যাত্রীরা। অধিকাংশ যাত্রীর অভিযোগ, প্রায় ২০ মিনিট দমবন্ধ অবস্থায় টানেলের মধ্যে দাঁড়িয়েছিলেন তাঁরা। কোনও মতে মেট্রোর হেল্পলাইন নম্বরে ফোন করা হয়েছিল। কিন্তু অভিযোগ, কেউ ধরেননি ফোন। কোনওবার ফোন কেটে দেওয়া হয়েছে। শেষমেশ জানলার কাচ ভেঙে কোনও ভাবে কয়েকজন যাত্রী ৭-৮ ফুট নীচে লাফ দিয়ে টানেল ধরে হেঁটে আসেন। কিন্তু বেশিরভাগই পারেননি। যাত্রীদের দাবি, প্রায় পৌনে এক ঘণ্টার মত সময়ে তাঁরা সেই বিভীষিকার মধ্যে কাটিয়েছেন।
যদিও মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০ মিনিটেই উদ্ধারকারী দল পৌঁছেছে। যদিও যাত্রীদের পাল্টা দাবি, ২০ মিনিট ধরে জানলা কাচ ভাঙেন তাঁরা। তারপর নিজেরাই বেশ কয়েকজন টানেল ধরে এগিয়ে আসতে থাকেন।