মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ভারতের বড় সংগ্রহ পাওয়ার পেছনে মূল কারিগর ছিলেন চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। ২৯২ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও নেমে তাদের কাছ থেকেই বড় সংগ্রহ পাওয়ার আশায় ছিলো ভারত।
কিন্তু সে আশায় জল ঢেলে দিলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিনস। একই ওভারে ফিরিয়ে দিয়েছেন দুজনকেই, তাও কোনো রানের খাতা খোলার আগেই। এর আগে-পরে হানুমা বিহারী ও আজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দেন কামিনস। বল হাতে যেনো প্রথম ইনিংসের দলের ব্যর্থতার রাগটাই ঝাড়লেন এই পেসার।
তবু তৃতীয় দিন শেষে খুব একটা বিপদে নেই ভারত। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৪ রান। প্রথম ইনিংসে পাওয়া ২৯২ রানের লিডের জন্য এগিয়ে রয়েছে ৩৪৬ রানের ব্যবধানে। ভারতের প্রথম ইনিংসে করা ৪৪৩ রানের জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১৫১ রানে।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি ভারত। দুই ওপেনার হানুমা বিহারী ও মায়াঙ্ক আগারওয়াল ২৮ রানের জুটি গড়েন। ১৩তম ওভারের শেষ বলে জুটি ভাঙেন কামিনস।
পরের ওভারে ফিরে ওভারের দ্বিতীয় বলে পুজারা এবং শেষ বলে বিরাট কোহলিকে লেগ গালিতে দাঁড়ানো মার্কাস হ্যারিসের হাতে ক্যাচে পরিণত করেন কামিনস। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। নিজের পরের ওভারে ফিরে প্রথম বলেই আজিঙ্কা রাহানেকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন কামিনস।
তখন তার বোলিং ফিগার ছিলো ৩.১-২-২-৪! হ্যাটট্রিক করতে না পারলেও টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে অসি শিবিরে স্বস্তি ফিরিয়েছেন কামিনস। পরে রোহিত শর্মাকে আউট করেন জশ হ্যাজেলউড। দিন শেষে আগারওয়াল ২৮ ও রিশাভ পান্ত ৬ রানে অপরাজিত রয়েছে।