সর্বসম্মতিক্রমে বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হলেন জঙ্গলমহলের বিধায়ক সুকুমার হাঁসদা। কংগ্রেস, সিপিএম, বিজেপি-সহ সব বিরোধী দলের বিধায়করা এক যোগে ডেপুটি স্পিকার পদে সুকুমারবাবুকে সমর্থন করেন।
দায়িত্বভার গ্রহণ করে সুকুমার হাঁসদা বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই পদে মনোনীত করেছেন। তিনি যে আদিবাসী সমাজকে গুরুত্ব দেন, তার প্রমাণ এটাই। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য, ২০১১ থেকেই ঝাড়গ্রামের বিধায়ক ডঃ সুকুমার হাঁসদা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সরকারে তিনি ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী৷ ২০১৬ সাল থেকে তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি। দল মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের সঙ্গে মৃতভাষি সুকুমারবাবুর সুসম্পর্ক রয়েছে। তাই তাঁকে বিধানসভা পরিচালনার কাজে লাগাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদিবাসী কোনও নেতাকে বিধানসভার সর্বোচ্চ স্তরের কাজে এনে জঙ্গলমহলকেই বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাই এই চিকিৎসক নেতাকে ডেপুটি স্পিকার পদে বসানো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল।
