কেপটাউন টেস্টে বল টেম্পরিংয়ের কথা সবার জানা। গত মার্চে এই বল টেম্পারিংয়ের ঘটনা নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটের শিরীষ কাগজ দিয়ে বল ঘষার ব্যাপারটি। এ জন্য তাঁকে নয় মাসের নিষেধাজ্ঞাও মাথা পেতে নিতে হয়। বল টেম্পারিংয়ের এই ঘটনার সঙ্গে ব্যানক্রফটের পাশাপাশি জড়িয়ে পড়ে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নামও। নিষেধাজ্ঞার মেয়াদ এখনো শেষ হয়ে যায়নি।
গত মার্চে হওয়া এই ঘটনা নিয়ে চুপ ছিলেন নিষিদ্ধ তিন ক্রিকেটারই। কিন্তু গত সপ্তাহে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন নিষিদ্ধ অধিনায়ক স্মিথ। তিনি জানান,‘ ওয়ার্নার এবং ব্যানক্রফট ড্রেসিং রুমের সামনেই বল টেম্পারিংয়ের পরিকল্পনা করেছিল। আমি চাইলে থামাতে পারতাম। কিন্তু তা করিনি। এটা আমার ব্যর্থতা ছিল।’
এরই মধ্যে ব্যানক্রফট বলেছেন, তাঁকে বল টেম্পারিংয়ের নির্দেশ দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার।
ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানক্রফট এ ব্যাপারে ওয়ার্নারকেই দোষারোপ করেছেন, ‘ডেভই আমাকে বল টেম্পারিং করতে বলেছিল। ম্যাচে আমাদের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। সে অবস্থার প্রেক্ষিতেই সে সেটি করতে বলেছিল। আমি দলের কোনো একটা ব্যাপারে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে চেয়েছিলাম। সে কারণেই ডেভের কথা আমি শুনি। আমি এ ব্যাপারে আর কিছুই জানি না।’
ঝোঁকের মাথায় ওয়ার্নারের কথা শুনে তিনিই ভুলই করেছিলেন এ কথা স্বীকার করেছেন ব্যানক্রফট, ‘পুরো ব্যাপারটাই আমি করেছি। আমি নিজেকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভাবতে চেয়েছিলাম। সেটি অবশ্যই ভুল একটা সিদ্ধান্ত ছিল। আমি এখন সেই ভুলের মাশুল দিচ্ছি। তবে এটা ঠিক যে সেই ভুল না করার সুযোগ আমার ছিল। কিন্তু আমি ভুল করেছি।’