২০১৯ লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ অনিশ্চিত। এমনটাই মনে করেন যোগগুরু বাবা রামদেব। তাই পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে এখনই কোনও ভবিষ্যদ্বানী করতে নারাজ তিনি। পাশাপাশি হিন্দু রাষ্ট্রের দাবি থেকেও সরে এসেছেন রামদেব। তিনি জানিয়েছেন, হিন্দু নয়, আধ্যাত্মিক রাষ্ট্র গড়াই তাঁর লক্ষ্য।
আজ বুধবার রামেশ্বরমে এক সভায় যোগ দিতে যাওয়ার পথে মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে বাবা রামদেব সাংবাদিকদের বলেন, ‘২০১৯ অর্থাৎ বর্তমান ভারতের রাজনৈতিক পরিস্থিতি ভীষণ টালমাটাল। আমরা এখনই বলতে পারব না, পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন কিংবা দেশকে কে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু কঠিন হলেও এই পরিস্থিতি কৌতূহল সৃষ্টি করছে। দেশীয় রাজনৈতিক পরিমণ্ডলে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে।‘ মোদ্দা কথায়, রামদেব জানাচ্ছেন, উনিশে নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ অনিশ্চিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যে বিজেপির ভরাডুবির ফলে মোদীর মধ্যে আর কোনও সম্ভাবনা দেখছেন না রামদেব। তারওপর শরিক দল থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা যেভাবে মোদী-শাহ জুটির সমালোচনা শুরু করছেন সেখানে আর পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মোদীর ফিরে আসা অসম্ভব বুঝতে পেরেই রামদেব এখনই প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনও উচ্চবাচ্য করতে চাইছেন না। পাশাপাশি হিন্দু রাষ্ট্রের দাবি থেকেও ৩৬০ ডিগ্রি ঘুরে রামদেব বলেন, ‘হিন্দু রাষ্ট্র নয় বরং যোগশিক্ষা, বৈদিক ও ঐশ্বরিক অনুশীলনের মাধ্যমে একটি আধ্যাত্মিক রাষ্ট্র তৈরি করাই আমার পাখির চোখ’।