শুক্রবার ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গার ঘটনায় রাজীব গান্ধীর ভারত রত্ন প্রত্যাহারের প্রস্তাব পেশ হয়েছিল দিল্লি বিধানসভায়৷ এই প্রস্তাব নিয়ে যখন বেশ তুলকালাম চলছে ঠিক তখনই আরো এক বিতর্ক সৃষ্টি হল আপ বিধায়ক অলকা সাম্বাকে নিয়ে৷ তিনি অভিযোগ করলেন অরবিন্দ কেজরিওয়াল তাঁকে এই প্রস্তাবে সমর্থন করতে বাধ্য করেছিলেন৷
অলকার এহেন অভিযোগের পরেই তাঁর পদত্যাগের দাবি ওঠে আপের অন্দরমহলে৷ প্রথমে সেই দাবি মেনেই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার কয়েকণ্টার মধ্যেই ফের সিদ্ধান্ত পরিবর্তন করলেন আপ বিধায়ক। বিকেলে তিনি জানিয়ে দিলেন তিনি পদত্যাগ করছেন না৷ যদিও দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণিশ শিশোদিয়াও সাংবাদিকদের জানিয়েছেন অলকাকে পদত্যাগ করতে বলা হয়নি।
শুক্রবার সকালে বারংবার তিনি অভিযোগ করতে থাকেন ওই প্রস্তাব সমর্থন করার জন্য আপের তরফে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু সেটি তিনি করেননি এবং বিধানসভা বয়কট করে বেরিয়ে আসেন। তখনই লাম্বা বলেছিলেন এই পদক্ষেপের জন্য কেজরিওয়ালের সব নির্দেশ তিনি মাথা পেতে নেবেন। তারপরেই আপ রাজনৈতিকভাবে সেই প্রস্তাব এড়িয়ে যায় বলে সূত্রের খবর।
লাম্বা বিধানসভা বয়কট করার পর তাঁকে নাকি কেজরিওয়াল টেক্স করে পদত্যাগ করতে বলেছিলেন। সেই কথা মেনেই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন অলকা লাম্বা। কিন্তু আচমকাই নাটকীয় ভাবে ঘটনার মোড় ঘুরে যায় তাঁর পদত্যাগ না করার ঘোষণায়৷